ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইল পাবলিক লাইব্রেরির সম্পাদক বশিরুল

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

নড়াইল জেলা পাবলিক লাইব্রেরি ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কাজী বশিরুল হক।

শনিবার (২ ডিসম্বর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত লাইব্রেরীর হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। তিনি জানান, জেলা প্রশাসক পদাধিকার বলে লাইব্ররীর সভাপতির দায়িত্ব পালন করেন। বাকি পদগুলো নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে বদরুল আলম লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ সরাফ উদ্দিন পিকলু নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাতটি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান, কাজী এহসানুল হক সেতু, খায়রুজ্জামান, ফিরোজ খান, মিরাজ শেখ, মাওলানা তৈয়্যেবুর রহমান ও মিশকাতুর রহমান সজিব।

হাফিজুল নিলু/এনআইবি/জিকেএস