ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধানের চাতালে পড়ে ছিল নারীর গলা কাটা মরদেহ

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

 

নওগাঁর মহাদেবপুরে ধানের চাতাল থেকে লাইলী (৪৮) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাট চৌকগৌরি বাজারের পাশে উজ্জলের ধানের চাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাইলী মান্দা উপজেলার পার-এনায়েতপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, লাইলী ও তার স্বামী চৌকগৌরি বাজারের পাশে উজ্জ্বলের ধানের চাতালের শ্রমিক কক্ষে থাকতেন। রোববার সকাল ৭টার দিকে কাজে যাওয়ার উদ্দেশ্যে অন্য শ্রমিক তাদের ডাকতে গেলে বাহির থেকে ঘরের দরজা লাগানো দেখতে পায়। এরপর দরজা খুলে শ্রমিকরা লাইলীর গলা কাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। ওই নারী শ্রমিকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্বামী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

জেএস/জিকেএস