ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে ৩৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত: ০১:০৪ পিএম, ০২ এপ্রিল ২০১৬

ঝালকাঠিতে পুলিশের কাজে বাধা দানের অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মাদক ব্যবসায়ী সাইদুল মৃধাসহ ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার আসমি সুজন ও হেলেনা নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সাইদুল মৃধাসহ অন্যরা পলাতক রয়েছে।

এসআই নজরুল ইসলাম জানান, একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইদুল মৃধাকে গ্রেফতারের জন্য শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুল মৃধা তার দলবল নিয়ে পুলিশের কাজে বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আর এ সুযোগে সাইদুল মৃধা পালিয়ে যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 আতিকুর রহমান/এআরএ/এবিএস