হিলিতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী
দিনাজপুরের বিরামপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী কমিশনার মমতাজ বেগম এ জরিমানা করেন।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে পৌরশহরের পুরাতন বাজার এলাকায় মেসার্স ভায়ের দোয়া বাণিজ্যালয় এবং তাহের ওয়েল মিল দুই প্রতিষ্ঠানের মালিকদের এ জরিমানা করা হয়।
আরও পড়ুন: মুহূর্তে পেঁয়াজে টইটম্বুর পাবনার হাট, দাম কমলো দুই হাজার
সহকারী কমিশনার মমতাজ বেগম জাগো নিউজকে বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বিরামপুর পৌর শহরের কাঁচাবাজারে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের বেশি এবং অন্য এক ব্যবসায়ীর মূল্যতালিকা না থাকায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

এদিকে, উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে ভারত সরকার আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এ খবর স্থানীয় বাজারে ছড়িয়ে পড়লে ৮০ টাকা মূল্যের পেঁয়াজ হঠাৎ করেই ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রয় শুরু হয়। শনিবার সকালে বিরামপুর এলাকার বিভিন্ন বাজারে ১২০ থেকে ১৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) ১৬টি গাড়িতে ৪৫৯, বুধবার (৬ ডিসেম্বর) ১৫টি গাড়িতে ৪২৬, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ২০টি গাড়িতে ৫৬২ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়েছে।
মাহাবুর রহমান/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ