ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অভিযানের পর কেজিতে ১১০ টাকা কমলো পেঁয়াজের দাম

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

অভিযানের খবর পেয়ে বান্দরবানে কেজিতে পেঁয়াজের দাম ১১০ টাকা কমেছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে আগের দামে বিক্রি হচ্ছে পেয়াজ।

এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ফরিদ স্টোরের মালিক মো. ফরিদকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল থেকে অধিকাংশ দোকানে পেঁয়াজ পাওয়া যায়নি। কয়েকটি দোকানে পেঁয়াজ থাকলেও সেটি ২২০-২৩০ টাকায় বিক্রি হয়। আবার কিছু দোকানে এক হাজার টাকার মালামাল না কিনলে পেঁয়াজ বিক্রি করেনি।

অভিযানের পর কেজিতে ১১০ টাকা কমলো পেঁয়াজের দাম

আরও পড়ুন: পাবনায় বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৬ ব্যবসায়ীর জরিমানা

মাছ বাজার এলাকার ব্যবসায়ী জিয়াবুল হোসেন জানান, বৃহস্পতিবার ১১০ টাকায় পেঁয়াজ বিক্রি হয়। শনিবার সকাল থেকে হঠাৎ ২০০-২২০ টাকায় পেঁয়াজ বিক্রি হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পেঁয়াজের কেজি ১১০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।

অভিযানের পর কেজিতে ১১০ টাকা কমলো পেঁয়াজের দাম

এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এক দোকানিকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম