ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে পেঁয়াজ বাজারে অভিযানে ৩ আড়তদারের জরিমানা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

ফেনীতে পেঁয়াজের বাজারে অস্থিরতা ঠেকাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ক্রয় রশিদ দেখাতে না পারায় তিন আড়তদারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. বদরুদ্দোজা ফেনীর বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে ফেনী শহর ব্যবসায়ী সমিতি ও পুলিশের একটি দল সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী শহরে পাইকারি আড়তে ৯৩ থেকে ১শ ও খুচরা বাজারে ১০৫ থেকে ১১০ টাকা দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর শুক্রবার (৮ ডিসেম্বর) রাত থেকে হঠাৎ করেই ১৪৫ টাকা পাইকারি ও খুচরা দোকানে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি শুরু হয়। শনিবার পাইকারি দাম ১৭০ টাকায় ওঠে। এতে ভোক্তা পর্যায়ে চরম মতদ্বৈধতা দেখা যায়।

আরও পড়ুন:হিলিতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী

পরে বাজার নিয়ন্ত্রণে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এ সময় পেঁয়াজ ক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাইকারি ব্যবসায়ী আবদুল জাব্বার বাবুল মিয়াকে ২০ হাজার টাকা, সুবর্ণা সাহাকে ২০ হাজার টাকা, ভক্তিপদ সাহাকে ২০ হাজার টাকা, আশা ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।

ফেনীতে পেঁয়াজ বাজারে অভিযানে ৩ আড়তদারের জরিমানা

শহর ব্যবসায়ী সমিতির সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি করেন। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন যে কোনো ব্যবস্থা নিলে ব্যবসায়ী সমিতি সহযোগিতা করবে।

এ বিষয়ে মো. বদরুদ্দোজা জানান, ফেনী জেলার বাজার নিয়মিত মনিটরিং করা হবে। একটি চক্র বাজারে সিন্ডিকেট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। এ কারণে তারা পেঁয়াজ বিক্রি করে ভাউচার দেয় না। এজন্য অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জেআইএম