ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী জাকির

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম‌্যানের পদ থে‌কে পদত‌্যাগ করা রংপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার মনোনয়ন ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল আবেদনের শুনানি শেষে জাকির হোসেন সরকারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মামলা সংক্রান্ত তথ্য উল্লেখ না থাকায় রোববার (৩ ডি‌সেম্বর) যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের মনোনয়ন স্থগিত ক‌রেন রংপুর জেলা প্রশাসক ও জেলা রিটা‌র্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। পরে ৪ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল করা হয়।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, মিঠাপুকুরের জনগণ আমার পাশে অতীতে‌ যেভাবে ছিল আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমি তাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

জাকির হোসেন সরকার মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং মিঠাপুকুর উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।

জিতু কবীর/এফএ