ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ী-২ আসন

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কৃষকলীগ নেতা নুরে আলম

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক।

এর আগে (৪ ডিসেম্বর) প্রার্থিতা যাচাই-বাছাইকালে নুরে আলম সিদ্দিকী হকের দাখিল করা মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান।

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, আপিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এটা বিজয়ের প্রথম ধাপ। তিনি সবসময় জনগণের জন্য কাজ করেছেন। সেই ধারাবাহিকতা রক্ষায় রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে কারা কাকে ভালোবাসে।

নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত জেনে একটি পক্ষ নানাভাবে ষড়যন্ত্র করছে। তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি বিজয় লাভ করবেন বলে জানান।

জানা গেছে, নুরে আলম সিদ্দিকী হক বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি। তিনি মাত্র ২১ বছর বয়সে কালুখালীর মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক ছাড়া রাজবাড়ী-২ আসনে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. জিল্লুল হাকিম (এমপি), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক এমপি আব্দুল মতিন মিয়া, জাতীয় পার্টির অ্যাডভোকেট সফিউল আজম খান, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস ও তৃণমূল বিএনপির এসএম ফজলুল হক।

রুবেলুর রহমান/এফএ/এমএস