শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু
ফাইল ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় রাসেদুল ইসলাম হৃদয় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজেরাডাঙ্গা নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের গোপালপুর এলাকার মামুনুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, হৃদয় তার স্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে ঠাকুরগাঁওয়ে বাড়িতে ফিরছিলেন। নতুন হাট এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দেবীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জাগো নিউজকে বলেন, ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।।
সফিকুল আলম/এনআইবি/এএসএম