ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রলবোমায় ৮ জন হত্যা : ৭৭ জনের নামে আদালতে চার্জশিট

প্রকাশিত: ১০:৫২ এএম, ০৩ এপ্রিল ২০১৬

দীর্ঘ ১৩ মাস পর গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রলবোমা মেরে শিশু ও নারীসহ ৮ জন নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা গাইবান্ধা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান ৭৭ জনকে অভিযুক্ত করে আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন।
 
পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে জেলা জামায়াতের আমির মাওলানা ডা. আব্দুর রহিম, জামায়াত নেতা ও পলাশবাড়ী উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোর্শেদ হাবীব সোহেল এবং সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলুও রয়েছেন।
 
গত বছরের শুরুতে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচির নামে দেশজুড়ে একের পর এক সহিংসতা ঘটায়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে যাত্রীবাহী বাস নাপু এন্টারপ্রাইজে তারা পেট্রলবোমা নিক্ষেপ করলে ৩৮ জন মানুষ দগ্ধ হন। তাদের মধ্যে ৮ জন শিশু ও নারী পুরুষ পুড়ে মারা যান এবং বাকি ৩০ জন দগ্ধ হয়ে বেঁচে যান। ঘটনার পরপরই ৫৯ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এরপর দীর্ঘ তদন্ত শেষে রোববার মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বলেন, এজাহারে উল্লেখিত ৫৯ জনের মধ্যে মামলার প্রধান আসামি শিবির ক্যাডার মোস্তফা মঞ্জিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিজত হন। পরবর্তীতে তদন্তে পাওয়া আরো কয়েকজনকে যুক্ত করে মোট ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি বলেন, ঘটনাটি গাইবান্ধার ইতিহাসে সবচেয়ে জঘন্য ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ড। আদালতে অভিযোগ পত্র দাখিলের পর খুব দ্রুত মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অমিত দাশ/এমএএস/এবিএস