ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এজাবউদ্দিন (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এজাবউদ্দিন বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি ভেলাজান আনছাড়িয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন।

নিহতের সহকর্মী গণিতের শিক্ষক হারুন অর রশিদ জাগো নিউজকে জানান, এজাবউদ্দিন (লাবলু) ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী আসার পথে ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্পের কাছে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর হাসান তানু /এনআইবি/এএসএম