শ্রীবরদীতে ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি
দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে প্রতিদ্বন্দ্বীকে সহায়তা করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক খালেদ হাসান হিমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, সদ্য সমাপ্ত সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে কোনো প্রকার কাজ না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেন দলের ইউনিয়ন শাখার ওই দুই নেতা।
লিখিতভাবে ওই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন নেতাকর্মী অভিযোগ আনলে বিষয়টি শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের সঙ্গে আলোচনা করলে তাদের সিদ্ধান্ত ও নির্দেশ অনুযায়ী ওই দুই নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেযা হয়।
এ বিষয়ে সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো কোনো প্রকার লিখিত চিঠি পাইনি। তবে সিদ্ধান্তের বিষয় লোক মুখে শুনেছি।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন না করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হাকিম বাবুল/এমএএস/পিআর