পঞ্চগড়ে কুয়াশা কমলেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় কুয়াশা কমলেও অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।
রোববার (১৭ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাস। এ সময় কনকনে শীত অনুভূত হয়। রাতভর বয়ে চলে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্র জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ছড়ালে শীতের প্রকোপও কিছুটা কমে আসে। শনিবার দিনের তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি। তবে প্রতিদিন সকাল ১০টা পর্যন্ত কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।
সফিকুল আলম/আরএইচ/এমএস