ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে তিনদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যে উঠানামা করছে। প্রতিদিন সন্ধ্যার পর শুরু হয় ঘন কুয়াশা। তবে প্রতিদিন সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক।

আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্র জানায়, সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮-১০ এর মধ্যে থাকে এবং সেটি ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকে এ পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলে। সে হিসেবে পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ চলছে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উপজেলার মিরগড় এলাকায় আমিনুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, আমাদের সকাল সকাল কাজে যোগ দিতে হয়। নদীর পানিতে নেমে পাথর-বালু তুলতে হয়। এজন্য আমরা বেশ কষ্টে আছি। সকালে হাত পা বরফ হয়ে আসে। ঠিকমত কাজ করতে পারি না। এজন্য আমাদের দৈনিক আয় অর্ধেক কমে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তিনদিন ধরে টানা শৈত্যপ্রবাহ চলছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাস। এ সময় কনকনে শীত অনুভূত হয়। সন্ধ্যার পর থেকে রাতভর বয়ে চলে মৃদু শৈত্যপ্রবাহ।

সফিকুল আলম/আরএইচ/জিকেএস