ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ বিএনপির দুই নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

তারা হলেন, মো. আলাউদ্দিন সাবিরী ও মাহতাব উদ্দিন। আলা উদ্দিন কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাহতাব উদ্দিন চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলাউদ্দিন সাবিরীকে ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মাহতাব উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেন। তাই তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসকে রাসেল/আরএইচ/জিকেএস