ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতাল থেকে স্যালাইন চুরি, যুবককে পুলিশে দিলেন জনতা

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাট সদর হাসপাতাল থেকে স্যালাইন চুরির সময় সাখাওয়াত হোসেন লাবু (৩৪) নামের একজনকে আটক করেছেন স্থানীয়রা।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বস্তাবোঝাই তরল স্যালাইন নিয়ে যাওয়ার সময় হাসপাতালের মূল ফটক থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

আটক সাখাওয়াত হোসেন লাবু পৌরসভার সাপটানা এলাকার আফজাল হোসেনের ছেলে।

হাসপাতাল থেকে স্যালাইন চুরি, যুবককে পুলিশে দিলেন জনতা

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতর থেকে একটি বস্তা নিয়ে বের হচ্ছিলেন লাবু। তাকে সন্দেহ হলে হাসপাতালের মূল ফটকের সামনে স্থানীয় লোকজন আটক করেন। এসময় বস্তার ভেতর থেকে বিক্রয় নিষিদ্ধ সরকারি স্যালাইন উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলীর কাছে নিয়ে আসেন তারা। ত্বত্তাবধায়ক পুলিশে সোপর্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত হোসেন লাবু নিজের দোষ স্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্তব্যরত সুমিত্রা রানীসহ কয়েকজন নার্সের কাছ থেকে সরকারি স্যালাইন, ওষুধ ও দামি ইনজেকশন ক্রয় করে আসছেন। এসব ওষুধ কম মূল্যে কিনে বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে বেশি দামে বিক্রি করতেন।

হাসপাতাল থেকে স্যালাইন চুরি, যুবককে পুলিশে দিলেন জনতা

তবে হাসপাতালের কর্তব্যরত স্টাফ নার্স সুমিত্রা রানী অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে আজ আমার ডিউটি ছিল না। আমি কোনো স্যালাইন বিক্রি করিনি।

এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী বলেন, স্থানীয়রা ১৫ প্যাকেট তরল স্যালাইনসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক স্যালাইন হাসপাতালের কি না এবং কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল হাসান/এসআর/জেআইএম