ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুজিবনগরে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৪ এপ্রিল ২০১৬

মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে স্থানীয় ব্র্যাক অফিস, স্বর্ণালঙ্কারের দোকানসহ ২টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতের অস্ত্রাঘাতে একজন আহত গুরুতর হয়েছেন। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

Dakati

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত স্থানীয় ব্র্যাক অফিস ও কেদারগঞ্জ বাজারে মুক্তা জুয়েলার্স স্বর্ণালঙ্কারের দোকানে হামলা চালায়। এ সময় তারা কিছু না পেয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে চলে যাওয়ার সময় বাজার পাড়ায় তাহাজ আলী ও ইউসুফ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ অর্ধ-লক্ষাধিক টাকাসহ ৭ ভরি সোনা লুটে নেয়। তাদের প্রতিরোধ করতে গেলে তাহাজ আলী নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। স্থানীয়রা তাহাজ আলীকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

Dakati

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত দলের সদস্যদের আটক করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

আতিকুর রহমান টিটু/এসএস/এমএস