ভোট কেন্দ্রে না যেতে কিশোরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
চলমান আন্দোলনের অংশ হিসেবে জনগণকে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়া ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, জনগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল পরিশোধ না করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে শহরের তেরীপট্টী এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
এ সময় উপস্থিতি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া, জেলা যুবদলের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবীর, কিশোরগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ রাজন, হোসেনপুর উপজেলা যুবদলের সদস্য গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিমেল, যুগ্ম আহ্বায়ক এরশাদ, করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রকি ভূঁইয়া, জেলা যুবদলের সহ-সম্পাদক আলী আব্বাস রাজন, বিন্নাটি ইউনিয়ন যুবদলের সংগ্রামী খাইরুল ইসলাম, সদস্য সচিব রায়হান প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট বাজারে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আখিল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এছাড়া জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিনের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট, ডায়াবেটিক হাসপাতাল, সদর আধুনিক হাসপাতাল, বটতলা ও পুরাতন স্টেডিয়াম চত্বরের লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন ভোটারদের কেন্দ্রে না যাওয়ার অনুরোধ জানান বিএনপি নেতারা। অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীসহ জনগণকেও রাজপথে নেমে আসার আহ্বান জানান নেতারা।
লিফলেটে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা, জনগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল না দেয়ার আহ্বান জানানো হয়।
এসকে রাসেল/জেএইচ