ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে স্বতন্ত্রপ্রার্থীর ওপর হামলা, গাড়ি-অফিস ভাঙচুর

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৮:১৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য আতাউর রহমানের ওপর হামলা, গাড়ি ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ করতে গেলে তার ওপর হামলা করা হয়।

আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান বলেন, ওই এলাকায় গণসংযোগে গেলে গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ আওয়ামীলীগ, যুব ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী পথ রোধ করে বাঁধা দেয়। এ সময় স্বতন্ত্রপ্রার্থী ও তার সফরসঙ্গীদের ওপর হামলাসহ গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বলেন, স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমানের গণসংযোগ বাঁধা, গাড়ি ও অফিস ভাঙচুরসহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামল। তার দাবি, স্বতন্ত্রপ্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়ে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল হাসান/আরএইচ/এমএস