ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুর খালেক ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। পৌর শহরের জিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহার ভুক্ত আসামি নুর খালেক।

কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুরের দিকে যুবদলের এক নেতাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। তার নামে কোনো মামলা নেই। বিএনপি করে তাই পুলিশ গ্রেফতার করেছে।

মাসুদুর রহমান জাগো নিউজকে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ফজলুল করিম ফারাজী/এনআইবি/এএসএম