মুদির দোকানে পেট্রোল, গভীর রাতে পুড়লো পাঁচ দোকান
দিনাজপুরের বিরামপুরে গভীর রাতে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২২ ডিসেম্বর) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের নট কুমারী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিরামপুর ফায়ার সার্ভিসের লিডার হিসি কান্ত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের লিডার হিসি কান্ত রায় বলেন, গভীর রাতে খানপুর এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে কয়েকটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে প্রায় ঘণ্টা খানেক অভিযানের পর আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচটি দোকানের মধ্যে একটি পেট্রোলের দোকান থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে দোকানগুলোর বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়।
জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, সকালে বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. মাহাবুর রহমান/এফএ/এএসএম