ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে অটোরিকশায় আগুন

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩

ফেনী শহরের দাউদপুর এলাকায় গ্যারেজে মেরামত করাকালীন সিএনজিচালিত একটি অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্যারেজের মিস্ত্রি জাহিদ রনি পাশের খাল থেকে পানি এনে আগুন নেভানোর আগেই গাড়ির অধিকাংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে অটোরিকশাটিকে ফেনী মডেল থানায় নিয়ে যায়।

অটোরিকশা চালক মুরাদ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে গাড়ি মেরামত করতে গ্যারেজে আসি। এর কিছুক্ষণ পর মাস্ক পরা ৭-৮ জন যুবক এসে একটি বোতল থেকে গাড়িতে পেট্রোল ঢেলে দেয়। তাদের কয়েকজনকে বাধা দিতে গেলে অন্যরা দিয়াশলাই দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মাস্ক খুলে পড়ায় কামাল নামে একজনকে চিনে ফেলি। এসময় তারা আমাকে মারতে চাইলে আমি দৌড়ে পালিয়ে যাই।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর