ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবন ও জীব বৈচিত্র্য রক্ষায় সাতক্ষীরায় প্রচারাভিযান

প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৪ এপ্রিল ২০১৬

`বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করবো` এই স্লোগানে সাতক্ষীরায় বাঘ সংরক্ষণ, সুন্দরবন ও জীব বৈচিত্র্য রক্ষায় পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পথ নাটকটি অনুষ্ঠিত হয়।

বাঘ সংরক্ষণ অ্যাডভান্স টিম লিডার নিরব কাইয়ুম জানান, দিনে দিনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। পৃথিবীতে এখন বাঘের সংখ্যা ৩২০০। যার মধ্যে সুন্দরবনে রয়েছে ১০৬টি। বন ও পরিবেশ মন্ত্রণালয়, ইউএসএইড ও ওয়াইল্ড টিম জাতীয় প্রাণি বাঘ সংরক্ষণকল্পে একটি জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে সারাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছি। ১১তম জেলা হিসেবে ছয় দিনের সফরে সাতক্ষীরা সদর, কালীগঞ্জ, শ্যামনগর, সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে এই প্রচারাভিযান চলবে।

তিনি আরও বলেন, সারাদেশ ঘুরে ঘুরে মানুষের মধ্যে বাঘ বাঁচানোর বার্তা পৌঁছে দেয়া হবে। ক্যারাভ্যান প্রদর্শনীর সঙ্গে একটি পথ নাটক প্রদর্শনী হচ্ছে।



এসএস/এমএস