ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে জরিমানা

উপজেলা প্রতিনিধি | (হিলি) দিনাজপুর | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দিনাজপুরের বিরামপুরে মাহাবুর রহমান (বকুল) নামের এক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা শিমুলতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এ জরিমানা করেন।

ইজারাদার মাহাবুর রহমান বকুল (৫৬) পৌরশহরের মির্জাপুর এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যমুনা নদীর মির্জাপুর এলাকার কয়েকটি ঘাটে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয়। বেশ কয়েকদিন থেকে ইজারাদার ইজারার বাইরে শিমুলতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেন। কয়েক বার মৌখিকভাবে অবগত করা হলেও তিনি বালু উত্তোলন অব্যাহত রাখেন। পরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন জাগো নিউজকে জানান, ইজারার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মাহাবুর রহমান/এনআইবি/জেআইএম