পটুয়াখালীতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড
চেয়ারপারসন খালোদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরির প্রতিবাদে পটুয়াখালী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শেরে বাংলা সড়কস্থ বটতলায় সমবেত হয়।
নেতাকর্মীরা মিছিলের উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুুলিশের ব্যাপক বাকবিতণ্ডা হয়। পুলিশের বাধার মুখে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. মজিবুর রহমান টোটন সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ করে দেয়।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল লতিফ সিদ্দিকী, দফতর সম্পাদক অধ্যাপক গোলাম রহমান প্রমুখ।
এআরএ/পিআর