গাজীপুরে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন
গাজীপুরের শ্রীপুরে (গাজীপুর-৩) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর (বেড়াবাড়ি) বাজারে এ ঘটনা ঘটে।
গোসিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আহসান জানান, শ্রীপুর উপজেলার নারায়ণপুর (বেড়াবাড়ি) এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছিল। সেখান থেকে নারায়ণপুর ও বেড়াবাড়ি এলাকার আশপাশে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হতো। ওই নির্বাচনী ক্যাম্পের পাশের দোকানে ঘুমিয়ে ছিলেন রুবেল নামের একজন দোকানি।
মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে তিনি প্লাস্টিক পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন। দোকানের শাটার খুলে নির্বাচনী ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। আগুনে কয়েকটি চেয়ার ও দুটি টেবিল পুড়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, আগুন লাগার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, পুলিশকে ঘটনা খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আমিনুল ইসলাম/এসআর/জিকেএস