ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে শীতার্তদের পাশে দাঁড়ালো পুনাক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

ফেনীর অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। জেলা পুনাকের উদ্যোগ নেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

বুধবার (২৭ ডিসেম্বর) জেলার সোনাগাজী উপজেলায় কম্বল বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

দক্ষিণ চর চান্দিয়া আজিজুল হক-মাইমুন আরা জুনিয়র হাই স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পুনাক ফেনী জেলার সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী নুসরাত রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওমানে প্রবাসী বাংলাদেশির প্রতিষ্ঠান আল বারাকা গ্রুপের পরিচালক নাসরিন সুলতানা।

jagonews24

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) সহধর্মিণী উখিং মারমা, থানা পুনাক নেত্রী মুক্তা রায়, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, আল বারাকা গ্রুপের পরিচালক ও প্রবাসী সিআইপি আবু ইউসুফ।

অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন অসহায় শীতার্ত মানুষকে কম্বল উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি নুসরাত রহমান বলেন, পুনাক দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ফেনীতে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস