ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামগড়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৯ ডিসেম্বর ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে আফছার (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামগড় থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রামগড় বাজার এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক মাদক কারবারি মো. আফছার চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিচিন্তা (হোসেনের খিল) এলাকার বাসিন্দা মো. হানিফের ছেলে।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন, আফছার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার ৩শো পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার কথা জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জিকেএস