ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘাস কাটা নিয়ে বিতণ্ডা, ঘুসিতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩

মানিকগঞ্জের দৌলতপুরে জমির ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফনি মিয়া (৬৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়নের বিলকালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ফনি মিয়া নিজের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। আইলে বসে ঘাস কাটার সময় পাশের জমির মালিক ফজল মিয়ার ছেলের চাঁন মিয়া বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে চাঁন মিয়া ফনি মিয়াকে কাচি দিয়ে আঘাত করা করে কিল-ঘুসি মারেন। এতে ফনি মিয়া মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, ঘাস কাটা নিয়ে বাগবিতণ্ডায় প্রতিপক্ষের হামলায় ফনি মিয়া নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম