ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমন্বয়ককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩

নওগাঁ–৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের নির্বাচনী সমন্বয়ক গোলাম মোস্তফা বাদলকে (৫৮) কুপিয়ে জখম করা হয়েছে। এসময় হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত বাদল আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর আটক ব্যক্তির নাম শামীম হোসেন (২৮)। তার বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়।

স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক বলেন, চৌধুরী গোলাম মোস্তফা ভোটের শুরু থেকেই আমার পক্ষে কাজ করছেন। তিনি আমার নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সকালে সাহেবগঞ্জ রেলস্টেশন এলাকায় প্রচারণা চালানোর সময় দুই-তিনটি মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তার পিঠে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে।

ওমর ফারুকের অভিযোগ, হামলাকারীরা নৌকার প্রার্থীর ভাড়া করা লোক। এ আসনে নৌকার অবস্থান দুর্বল হওয়ায় নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই তার সমর্থকদের ওপর একের পর এক হামলা করা হচ্ছে।

তবে এ হামলার ঘটনায় ওঠা অভিযোগের বিষয়টি অস্বীকার করে ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, বাদলের ছেলের সঙ্গে হামলাকারীদের মাদকের লেনদেন নিয়ে পূর্বশত্রুতা ছিল। সে বিষয়ে তারা বাদলের কাছে বিচারও দিয়েছিল। কোনো বিচার পায়নি। ওই ঘটনার জেরে এই হামলা। নির্বাচনের সঙ্গে এই হামলার কোনো সম্পৃক্ততা নেই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, সকালে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সাহেবগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এসময় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর অতর্কিত হামলা চালায়। গোলাম মোস্তফার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

ওসি আরও বলেন, ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মশিউর রহমান/আরএইচ/এএসএম