ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাষা সৈনিক তোফাজ্জল হোসেন মুকুল আর নেই

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৫ এপ্রিল ২০১৬

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণেতা কমিটির সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত পৌনে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু সংবাদ শোনার পর দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়-স্বজনরা তার দিঘুলিয়াস্থ বাসায় ছুটে যান।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং প্রবাসী মুজিবনগর সরকারের অন্যতম সংগঠক ছিলেন। দেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ১৯৭২ সালে সংবিধান প্রণেতা কমিটির সদস্য ছিলেন।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মির্জা তোফাজ্জল হোসেন মুকুল দীর্ঘ ৪০ বছর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি র্পূব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পেশায় আইনজীবী হিসেবে টাঙ্গাইল জজ কোর্টেে জিপি ও টাঙ্গাইল অ্যাডভোকেট বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ফরিদপুর-১ আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রহমান তার বড় জামাতা। তার মেঝ ছেলে মির্জা মইনুল হোসেন লিন্টু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। মরহুম মির্জা তোফাজ্জল হোসেন মুকুল দৈনিক জনকণ্ঠ, চ্যানেল ২৪ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর টাঙ্গাইল সংবাদদাতা এবং টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম এর দাদা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় সংসদ ভবনে প্রথম জানাজা শেষে টাঙ্গাইলে আনা হবে। এরপর জানাজার নামাজ ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এসএস/পিআর