ফরিদপুরে ত্রিমুখী বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় ত্রিমুখী বন্দুকযুদ্ধে আমজাদ শেখ (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে পুলিশসহ দু’দল ডাকাতদের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দুইদল ডাকাতের বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সেখানে তাদের সঙ্গেও পাল্টা গোলাগুলি হয়। গোলাগুলি মধ্যে পড়ে আমজাদের মৃত্যু হয়। পরে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে আমজাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমু্দ্দিন আহমেদ জানান, আমজাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১০টি ডাকাতিসহ ২টি হত্যা মামলা রয়েছে। মরদেহের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কাদের গুলিতে তিনি নিহত হয়েছেন এখনও বলা যাচ্ছে না।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন জানান, আমজাদ একজন পেশাদার ডাকাত। এলাকাবাসীর কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিল। তিনি কানাইপুর ইউনিয়নের ছনপচা গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে।
এস.এম. তরুন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি