ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইল-২

মাশরাফিকে সমর্থন করায় শ্রমিক দল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন করে বক্তব্য দেওয়ায় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হুমায়ন কবীরকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর ) শ্রমিক দলের সদর উপজেলা সভাপতি মো. আনিচুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে দলজিৎপুর এলাকায় মাশরাফী বিন মুর্তজার নির্বাচনী পথসভায় উন্নয়নমূলক কাজকে সমর্থন ও নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখি। এ কারণে আমাকে দল থেকে বহিষ্কার করেছে।

এ বিষয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সদর উপজেলা সভাপতি মো. আনিচুর রহমান হুমায়ুনের বহিষ্কারের বিষয়টি স্বীকার করেন। মাশরাফির নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি এড়িয়ে গিয়ে ফোন রেখে দেন।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম