গাইবান্ধা-৪
নির্বাচনী সভায় ভূরিভোজ, নৌকার প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৪ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ (গোবিন্দগঞ্জ) মো. মামুনুর রশীদ এ কারণ দর্শানোর নোটিশ দেন।
এর আগে রোববার (৩১ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবুল কালাম আজাদের এক নির্বাচনী সভায় চার মণ চাল এবং এক মণ মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর ছবি ও সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়।
আগামীকাল মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ (চৌকি) আদালতে নিজে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে তাকে লিখিতভাবে কেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না সেই ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শামীম সরকার শাহীন/আরএইচ/এএসএম