ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর জনসভা

রাজেন্দ্র কলেজ মাঠে জনস্রোত, উৎসবের আমেজ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

জনস্রোতে পরিণত হয়েছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল থেকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হন। দুপুর ১২টার আগে কলেজ মাঠ পূর্ণ হয়ে যায়। জনসভায় আসা লোকজনকে আশপাশের সড়কে অবস্থান নিতে দেখা যায়।

বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা কেন্দ্র করে পুরো শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। সাজ সাজ রব গোটা শহরে।

আরও পড়ুন: খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন নেতাকর্মীরা

রাজেন্দ্র কলেজ মাঠে জনস্রোত, উৎসবের আমেজ

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকঢোলসহ বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে জনসভার মাঠে আসতে শুরু করে মানুষ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা। রঙিন পোশাক, ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকা হাতে মাঠে প্রবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। জনসভাস্থলসহ আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজেন্দ্র কলেজ মাঠে জনস্রোত, উৎসবের আমেজ

ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান বলেন, আগামী ৭ জানুয়ারি নিশ্চয়ই নৌকার বিজয় হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আমরা আশা করি, তার কথার ওপর ভিত্তি করে ফরিদপুরের মানুষ নৌকা মার্কায় ভোট দেবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম