ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে হেনা বেগম নামে (৫৫) সাবেক এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরমচাল-ভাটেরা রেল স্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
হেনা বেগম উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে। তিনি ওই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য ছিলেন।
কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক। পৌনে ৯টার দিকে বরমচাল-ভাটেরা রেল স্টেশনের মধ্যবর্তী রেললাইনে ওই ইঞ্জিনের নিচে কাটা পড়েন হেনা। এতে তার দুহাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, হেনা বেগম মানসিক ভারসাম্য হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ/এমএস