ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বচ্ছ রাজনীতিবিদরা এখন কোণঠাসা : ড. ইফতেখারুজ্জামান

প্রকাশিত: ১০:০১ এএম, ০৫ এপ্রিল ২০১৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। স্বচ্ছ রাজনীতিবিদরা এখন কোণঠাসা হয়ে পড়ছে। রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে `স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ` শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সনাক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর ড. দিলারা বেগম। সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাইনুল ইসলাম প্রমুখ।

এআরএ/এমএস