ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত : ট্রাকে আগুন

প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৫ এপ্রিল ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আরো দুই ছাত্র আহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার মাইঝাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আলহাজ্ব হোসেন (৭) চর মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১২টার দিকে স্কুল ছুটি হওয়ার পর তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলহাজ্ব নিহত হয় ও আহত হয় অপর দুইজন। এসময় চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বাদল ভৌমিক/এআরএ/এমএস