ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ-১

নির্বাচনে সশরীরে উপস্থিত থাকতে পারছি না: জাপা প্রার্থী

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

মুন্সীগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম জরুরি সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন একটি মার্কেটে সংবাদ সম্মেলন করেন তিনি।

শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমি অসুস্থ, জরুরি চিকিৎসা নিতে বিদেশ যাবো। নির্বাচনে সশরীরে উপস্থিত থাকতে পারছি না। আমার দুই উপজেলা শ্রীনগর ও সিরাজদিখানের নেতাকর্মীরা মাঠে থাকবেন। পোলিং এজেন্ট থাক বা না থাক জনগণ যাতে আমাকে ভোট দিত যায়। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির জেলা সভাপতি মো. জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম কাদের, জেলা সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক পলাশ, শ্রীনগর উপজেলা সভাপতি শেখ মো. মুজাহিদ, সিরাজদিখান উপজেলা সভাপতি হাকিম হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম