আন্তঃব্যাটালিয়ন বক্সিংয়ে চ্যাম্পিয়ন বিজিবি-৪৩ নওগাঁ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের আন্তঃব্যাটালিয়ন বক্সিং প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। বিজিবি-৪৩ এর আয়োজনে মঙ্গলবার বিকেলে এ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজিবি-৪৩ নওগাঁ চ্যাম্পিয়ন এবং বিজিবি-১ রাজশাহী রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন রাজশাহীর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল শাহজাহান সিরাজ পিএসসি।
বিজিবি-৪৩ এর মাহমুদ আলী শ্রেষ্ঠ খেলোয়ার, বিজিবি-১ এর সিপাহী রুবেল সিংহ শ্রেষ্ঠ নবীন খেলোয়ার এবং বিজিবি-৪৩ এর সিপাহী শরীফ হোসেন বেস্ট লুজার নির্বাচিত হন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শফিউল আজম মাসুদ, খায়রুল ইসলাম, নাইমুল হুদা এবং জামিল হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিজিবি-৪৩ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান পিবিজিএম, ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক এসএম মাহমুদ হাসান প্রমুখ।
আব্বাস আলী/আরআর/এনএফ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা
- ২ যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- ৩ ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই’
- ৪ আমাদের করা মামলায় শত শত আসামি নেই: শফিকুর রহমান
- ৫ জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল