দেশে দুই প্রকার মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে : গণশিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, এখন বাংলাদেশে দুই প্রকার মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, কেউ যুদ্ধ করে আবার কেউ কাগজ কলমে মুক্তিযোদ্ধা। ফুলবাড়ীতে একজনও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নেই, অথচ অনেকেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা ভোগ করছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে, কেবলমাত্র বাংলাদেশ ছাড়া, আর সেই যুদ্ধের আমি একজন সৈনিক এটাই আমার গর্ব।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের সচিব আমিনুল ইসলাম, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরেন্দ্র নাথ সরকার, ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির, ফুলবাড়ী থানার ওসি মো. মোকছেদ আলী প্রমুখ।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাঁস চুরি করেছেন ইউপি মেম্বারের ছেলে, জরিমানা করায় ৩ জনকে কুপিয়ে জখম
- ২ টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে জীবনদক্ষতা উন্নয়নে বুটক্যাম্প
- ৩ মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন অপহৃত ১৪ জেলে, জিম্মি ৬
- ৪ নওগাঁয় অন্যের জমি দখল করে বিএনপি প্রার্থীর দলীয় কার্যালয়
- ৫ লক্ষ্মীপুর যাচ্ছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা