পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
পটুয়াখালী পৌর শহরের শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভোটকেন্দ্রটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
শেরেবাংলা স্কুল কর্তৃপক্ষ জানায়, ভোরের দিকে স্কুলের পূর্ব পাশের হলরুমের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। বিদ্যালয়ের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ পুড়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা মিনি জাগো নিউজকে বলেন, ‘বিদ্যালয়ের একটি কক্ষে কে বা কারা আগুন দিয়েছে বলতে পারিনা। আমি শোনার পর জেলা প্রশাসককে বিষয়টি জানাই। তিনি স্কুলে এসে পরিদর্শন করেন।’
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন,’আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুবই সামান্য আগুন লেগেছে। এতে আমাদের নির্বাচনের কোন বাধাগ্রস্ত হবে না। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।’
আব্দুস সালাম আরিফ/এনআইবি/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার