দীঘিনালায় অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বায়িত্ব পালনে যাওয়ার পথে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় গাড়িতে থাকা কেউ আহত হননি।
শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা যাচ্ছিলেন এডিসি জোনায়েদ কবির। পথে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের জামতলী বাঙালি পাড়া সুপারি বাগান এলাকায় তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় গাড়ির পেছনের কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, গাড়িতে ইট-পাটকেল মারলে পেছনের গ্লাস ভেঙে যায়। তবে অতিরিক্ত জেলা প্রশাসক ও তার গাড়ির চালক অক্ষত রয়েছেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস