ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

মুন্সিগঞ্জে তিনটি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে ৪৬৯টি। এরমধ্যে ৩৩৯টি ঝুকিপূর্ণ বা বেশি গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সিরাজিদখান-শ্রীনগর নিয়ে মুন্সিগঞ্জ-১ আসনে মোট ১৭০টি কেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ। বাকি ৩৯টি সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। লৌহজং-টঙ্গীবাড়ী নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-২ আসনে কেন্দ্র সংখ্যা ১৩০টি। পুলিশ বলছে, এরমধ্যে ঝুঁকিপূর্ণ ৭৩টি। বাকি ৫৭টি সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত। আর জেলার সদর ও গজারিয়া নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্র ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মেঘনা নদীতে বিভক্ত এ আসনে কেন্দ্র সংখ্যা ১৬৯টি। যার মধ্যে ১৩৫টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পুলিশ।

jagonews24

এদিকে জেলায় বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ সাড়ে সাত হাজার সদস্যকে মাঠে নামানো হয়েছে। জেলা পুলিশ সুপার আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের তথ্যমতে, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জেলার ছয়টি উপজেলায় ছয়টি সেনাবাহিনীর টিমসহ অতিরিক্ত একটি টিম কাজ করছে। সেনাবাহিনীর ছাড়া এক হাজার ৩২৪ পুলিশ, সাড়ে পাঁচ হাজার আনসার ও ৯ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে। মাঠে থাকবেন ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ছয়জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

পুলিশ সুপার আসলাম খান জানান, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কোনো দুষ্কৃতকারী কিছু করতে পারবে না। যদি দু-একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটে সঙ্গে তাদের আইনের আওতায় আনা হবে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস