বেলাবোতে অনিয়মের অভিযোগ, এক কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল
নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এরই মধ্যে নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেছে রিটানিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী-বেলাবো ও রায়পুরাসহ পাঁটি সংসদীয় আসনে মোট ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
৫ টি সংসদীয় আসনে ৬৪৪টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৮৩৬টি ভোট কক্ষ প্রস্তত করা হয়েছে। ৯ লাখ ৩২হাজার ১৪৫জন পুরুষ ও ৯ লাখ ১৪৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটারদের নিরাপত্তা দিতে নরসিংদীর পাঁচটি আসনে ৩৮জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৬ প্লাটুন সেনা বাহিনী, ১৫ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাবসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে জাল ভোট ও অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
সঞ্জিত সাহা/এমএসএম/এমএস