ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জামিলের ভোট বর্জন

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০২:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

জাল ভোট, কর্মী সমর্থকদের মারিপট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ- শরনখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী জামিন হোসাইন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে তিনি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দেন।

ঈগল প্রতীকের প্রার্থী জামিল হোসাইন জানান, এসব অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় তার স্ত্রী শেখ শারমিন রিমা কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এনআইবি/এএসএম