ঠাকুরগাঁও-৩
ভোটার নম্বর খুঁজে পেতে ভোগান্তি
‘রাস্তায় যানবাহন ঠিকমতো চলে না। ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারে না। আগে ভোটে যেমন মানুষ দেখতাম এখন তেমন দেখি না। কোনো নেতাকে ভোটের মাঠে দেখি না। ভোটে আনন্দ পেলাম না।’
ঠাকুরগাঁও-৩ আসনের নেকমরদ আলিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এভাবেই আক্ষেপের কথা বলেন ষাটোর্ধ্ব ভোটার রফিকুল ইসলাম।
নেকমরদ-রানীশংকৈল সড়ক সংলগ্ন এ কেন্দ্রের প্রবেশদ্বারে নিজেদের ভোটার নম্বর (স্লিপ) খুঁজছিলেন ভোটাররা। তবে নম্বর খুুঁজে পেতে সময় লাগায় ভোগান্তির কথা জানান অনেকে।
এক ঘণ্টারও বেশি সময় ধরে নিজের ও পরিবারের সদস্যের ভোটার নম্বর খুঁজছিলেন ফার্নিচার মিস্ত্রি লিয়াকত আলী। তিনি বলেন, ‘একজনেরটা পাওয়া গেছে পেয়েছি, আরেকজনেরটা খুঁজছি। তবে এগুলো ভোটের দিন খুঁজে বের করে ভোট দেওয়া কঠিন কাজ। এ ভোগান্তির কারণে অনেকেই ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন।’
ভোগান্তির দীর্ঘলাইন দেখে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে নিজ পরিবারের সদস্যদের ভোটার নম্বর খুঁজে বের করছিলেন শিক্ষার্থী আউলাদ হোসেন। তিনি বলেন, ‘মাঝে মধ্যে সার্ভার সমস্যা করছে। তবে অ্যাপ ব্যবহার করে ভোটার নম্বর খোঁজা সহজ।’
তানভীর হাসান তানু/এসআর/জেআইএম