লালমনিরহাট-১
১৮টি ভোটকেন্দ্রে স্থগিত চেয়ে ইসির কাছে আবেদন
ভোট গ্রহণের ব্যাপক অনিয়ম,বাধা দেওয়া, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ১৮ টি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় পাটগ্রাম পৌর শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, লালমনিরহাট ও হাতীবান্ধায় ১৮টি ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, জালভোট দেওয়াসহ প্রশাসনের অসহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের অনিয়মের বিষয়ে এ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে ফোন করেও তার উত্তর বা সমাধান পাননি।
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি একটি কেন্দ্রে আওয়ামীলীগের নৌকার সমর্থকরা আমাকে অবরুদ্ধ করার চেষ্টা করে। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক আহত হন।
রবিউল হাসান/এনআইবি/জেআইএম