ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইল-১

কারচুপির অভিযোগে হাতুড়ি প্রতীকের প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

নড়াইল-১ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বর্জন করলেন ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) প্রার্থী নজরুল ইসলাম। রোববার (৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন তিনি।

এ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ওয়ার্কার্স পাটির প্রার্থী নজরুল ইসলাম বলেন, দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও পরে এজেন্টদের নৌকা প্রতীকের সমর্থকরা বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারা শুরু করেন। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসাররাও তেমন কোনো ভূমিকা পালন করেননি। এসব অভিযোগ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান ও ভ্রাম্যমাণ টিমকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, অভিযোগ সত্য নয়। কয়েকটি অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি। ওয়ার্কার্স পাটির সাংগঠনিক অবস্থা দুর্বলতার কারণে অধিকাংশ কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম