ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ-২ আসনে নৌকায় ধরাশায়ী লাঙ্গল

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবু। তিনি এক লাখ ৬৮ হাজার ২৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলমগীর সিকদার লোটন। তিনি পেয়েছেন সাত হাজার ২৫৬ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ তার কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৫৪ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। নারায়ণগঞ্জ-২ আসনে মোট ভোটার ছিলো তিন লাখ ৩৩ হাজার ২৬৭জন।

এমওএসআর/এমআইএইচ/জেআইএম